সোনালী কাবিন -আল মাহমুদ | Sonali Kabin by Al Mahmud

সোনালী কাবিন সাম্প্রতিক কবিতা ইতিহাসের সর্বাপেক্ষা দ্রোহী কবিতা, সর্বাপেক্ষা যৌন কবিতাও সম্ভবত, কেননা আল মাহমুদ এমন একজন।

শক্তিশালী অর্জুন, যিনি কামনাযৌনতার ধনুতেও অনায়াসে বিপ্লবের ছিলা পরাতে পারেন, অথবা বিপ্লবের বল্লমের ফলায় খচিত করতে পারেন রতির কারুকাজ।

নকশী কাঁথার মাঠ -জসীম উদ্দীন 

অধুনা দেখছি তার ইসলামী কবিতাও স্বচ্ছ বহির্বাসের নিচেই যেন তাপিত স্তনবৃন্তের মতাে মৃদু কাঁপতে থাকে…


সূচিপত্রঃ


প্রকৃতি
  বাতাসের ফেনা
  দায়ভাগ 
  কবিতা এমন
  আসে না আর
  অবগাহণের শব্দ 
  তােমার হাতে
  এই সম্মােহনে 
  প্রত্যাবর্তনের লজ্জা
  নতুন অব্দে
  পলাতক
  অন্তরভেদী অবলােকন
  আভূমি আনত হয়ে 
  স্বপ্নের সানুদেশে
  পালক ভাঙার প্রতিবাদে 
  যার স্মরণে
  কেবল আমার পদতলে 
  এক নদী
  জাতিস্মর 
  চোখ যখন অতীতাশ্রয়ী হয়
  আত্মীয়ের মুখ 
  তােমার আড়ালে 
  ভাগ্যরেখা 
  শােণিতে সৌরভ 
  সাহসের সমাচার 
  চোখ 
  স্তদ্ধতার মধ্যে তার ঠোট নড়ে 
  উল্টানাে চোখ 
  আমি আর আসবাে না বলে 
  নদী তুমি। 
  বােধের উৎস কই, কোন্ দিকে? 
  সত্যের দাপটে 
  আমার চোখের তলদেশে 
  ক্যামােফ্লাজ 
  আমার অনুপস্থিতি 
  খড়ের গম্বুজ 
  আঘ্রাণে। 
  আমার প্রাতরাশে 
  আমিও রাস্তায় 
  তরঙ্গিত প্রলােভন 
  সোনালী কাবিন 
  আল মাহমুদের সোনালী কাবিন অন্তরঙ্গ অবলোকন

হাফিজের কবিতা -সুভাষ মুখোপাধ্যায়

Read or Download PDF

Leave a Reply