বাংলাদেশের মুক্তিযুদ্ধ: খুলনা জেলা ড. শেখ গাউস মিয়া রচিত গ্রন্থ।
একাত্তরের মুক্তিযুদ্ধ এক অসাধারণ ঘটনা । বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন । এ যুদ্ধের মধ্যে দিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা ।
ভারতে মুসলিম বিজয়ের ইতিহাস -মুহাম্মদ কাশিম ফিরিশতা। মুহাম্মদ শহীদুল্লাহ
বাঙালী এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে । বীরত্বের সাথে যুদ্ধ করেছে । নয় মাসের যুদ্ধে তারা ছিনিয়ে এনেছে প্রার্থিত বিজয় । তবে এ বিজয়ের পথ মসৃণ ছিলনা ।
তা এসেছে এক সাগর রক্তের বিনিময়ে । বিজয়ের বাঁধ ভাঙ্গা জোয়ারের মধ্যে মুক্তিযোদ্ধাদের কেউ কেউ বীরের বেশে ঘরে ফিরেছে, কেউ নিজের জীবন বিলিয়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে ।
বাংলার ইতিহাস (মুসলিম বিজয় থেকে সিপাহী বিপ্লব পর্যন্ত) -আবদুল করিম
তাদের এ গৌরবোজ্জ্বল বীরত্ব ও আত্মত্যাগের বহু ইতিহাস ধারণ করে আছে দক্ষিণবঙ্গের এ ছোট্র ভূখণ্ড খুলনা । খুলনার ইতিহাস সংগ্রামী মানুষের ইতিহাস ।
নয় মাসের যুদ্ধে খুলনা সংবাদ শিরোনাম হয়ে উঠেছে বার বার । সময়ের পথ পেরিয়ে বহু দূর এস পড়লেও এসব তথ্য ধরে রাখার সচেষ্ট হতে হবে ।
নিয়ে গর্ব করার মত মন অবশ্যই আছে আমাদের । আছে ইতিহাস সচেতনতাও । এর কিছু কিছু ঘটনা স্থান পেয়েছে এ গ্রন্থের মধ্যে ।
যশোহর খুলনার ইতিহাস (২খণ্ড) -সতীশচন্দ্র মিত্র
তা নিশ্চয়ই পাঠকের কৌতূহল মেটাবে । তাঁরা জানতে পারবেন লাল রক্ত রাঙা মানচিত্র খচিত, সবুজ জমিন যুক্ত পতাকা পেতে কি দঃসহ কষ্টই না করতে হয়েছিল তখনকার মানুষকে ।
সথে সাথে তা ইতিহাসের উপকরণ হিসাবেও গণ্য হবে। ভবিষ্যৎ মুক্তিযুদ্ধ গবেষণার ক্ষেত্রে তথ্য উৎস হিসাবে আকর গ্রন্থ রূপে বিবেচিত হবে বলে আশা করা যায় ।
আশা করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ: খুলনা জেলা বইটি ভাল লাগবে।