Aaj Ami Kothao Jabo Na by Humayun Ahmed

আজ আমি কোথাও যাবো না

                                                           হুমায়ূন আহমেদ


জয়নাল দু’বার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে- দু’বারই ধরা খেয়েছে।

নকলের খুব সুবিধা ছিল। শিক্ষকরাও নকল সাপ্লাই-এ সাহায্য করেছেন,

তাতেও লাভ হয়নি।

এই জয়নাল ছোট মানুষ হয়েও অনেক বড় স্বপ্ন দেখে। 


শামসুদ্দিন সাহেব নান্দাইল হাইস্কুলের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক।

সারা জীবনে একটি ও মিথ্যা কথা বলেন নি। কোনো মন্দ কথা বলেন নি।

তিনি অনেক বড় মানুষ হয়েও ছোট স্বপ্ন দেখেন।


স্বপ্ন দেখে রাহেলা ও ইতি। একেক জনের স্বপ্ন

একেক রকম।


‘আজ আমি কোথাও যাব না’ কিছু মানুষের স্বপ্ন ও 

স্বপ্নভঙ্গের গল্প।

Leave a Reply