আজ হিমুর বিয়ে
হুমায়ূন আহমেদ
হিমুর খালা মাজেদা বেগম হিমুর বিয়ে ঠিক করেছেন। পাত্রীর নাম রেণু। কিন্তু হিমু তো বিয়ে করবে না। বাবার আদেশ বলে কথা। হিমুদের কখনো প্রেমে পড়তে হয় না, বিয়ে করতে হয় না, তাদের লক্ষ্য মহাপুরুষ হওয়া- অসংখ্য নিয়মকানুন আছে মেনে চলতে হয় হিমুদের। মাজেদা খালাও এসব জানেন। আর তাই তিনি জোর করেই হিমুকে বিয়ে দিতে চান রেণুর সাথে। কিন্তু রেণু পচ্ছন্দ করে অন্য এক ছেলেকে। ছেলেটির নাম তূর্য। তূর্য ছেলেটি এডিক্টেড। রেণুর বাবা হিমুর খালুর বন্ধু। রেণুর বাবা একজন আমেরিকান আর মা বাংলাদেশী। রেণুর বাবা-মায়ের বহু আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। আর এই ছাড়াছাড়ির পেছনে রেণু তার মাকে দায়ী করে। যাই হোক, রেণু কোনভাবেই হিমুকে বিয়ে করতে চায় না। সে চায় তূর্যকে বিয়ে করতে। কিন্তু তূর্যকে পুলিশ হাজতে ধরে নিয়ে গেছে। আবার হিমুর খালুও চায় না রেণুর সাথে হিমুর বিয়ে হোক। কারণ হিমুর খালু হিমুকে সহ্য করতে পারেন না। কিন্তু মাজেদা খালা হিমুকে এতো বেশি পচ্ছন্দ করেন আর স্ত্রীর ভয়ে খালু হিমুকে কিছু বলতে গিয়েও বলতে পারে না। হিমু নিজেও এই বিয়েতে রাজি না। কিন্তু খালাকে এসব বলে কোন লাভ নেই। তাই ঠিক করে হিমু পালাবে এই বাসা থেকে। খালুর গাড়ি নিয়ে বের হয় হিমু। খালাকে বলে যায় রেণুর শাড়ি কিনার কথা। তারপর…? তারপর কি হিমু সত্যিই পালায় নাকি আবার ফিরে আসে রেণুর কাছে? সেইসব মজার ঘটনা নিয়েই লেখা হুমায়ূন আহমেদের “আজ হিমুর বিয়ে”!