ব্রাইডা(Brida) বিখ্যাত উপন্যাসিক পাওলো কোয়েলহো এর একটি উপন্যাস। এই উপন্যাসটি একজন আইরিশ তরুণীর জ্ঞান আহরণের কাহিনী। এখানে বইটার পিডিএফ(PDF) পাবেন।
দীর্ঘদিন ধরে জাদুবিদ্যার বিভিন্ন আঙ্গিকের প্রতি ব্রাইডার অন্যরকম টান ছিলো । কিন্ত সে জাদুবিদ্যার চেয়ে অন্যরকম কিছু চায় ।
আরব কন্যার আর্তনাদ -এনায়েতুল্লাহ আল্তামাশ
ঘটনাচক্রে, জ্ঞানী ম্যাগাসের সাথে ব্রাইডার দেখা হয়ে যায় । জ্ঞানী জাদুকর জঙ্গলে বসবাস করেন । তিনি ব্রাইডাকে আধ্যাত্বিক জগতের ধ্যান-ধারণা দিতে থাকেন ।
তারপরে কি হয় ? ব্রাইডা কি তার ডেস্টিনেশন খুঁজে পায় ? নাকি হারিয়ে যায় সময়ের স্রোতে ?