ওঙ্কার -আহমদ ছফা | Onkar by Ahmed Sofa

ওঙ্কার ৬৯ এ আইয়ুব বিরোধী আন্দোলনের পটভূমিতে রচিত আহমদ ছফার উপন্যাস।

স্বাধীনতার দাবি যখন আঘাত করেছিল পূর্ব বাঙলার আনাচে কানাচে, ঠিক তখন সে ধাক্কা লাগে প্রত্যন্ত অঞ্চলেও।

বাঙ্গালি একটা স্বাধীন জমির জন্য কীভাবে বুঁদ হয়ে গিয়েছিল, মিছিলে মিছিলে কীভাবে বাঙলার বাতাস ভারি হয়ে উঠেছিল তারই দলিল ওঙ্কার।

গাভী বিত্তান্ত -আহমদ ছফা

আহমদ ছফা এই বইতে কেন্দ্রী চরিত্রের কোনো নাম দেননি। উত্তম পুরুষে এই লেখা শুরু হয় একজন বাবাকে নিয়ে। যার ছিল প্রাচীন জমিদারি ঐতিহ্য।

গল্পের নায়ক তার বাবাকে বর্ণনা করেন এভাবে, “আমাদের কিছু জমিজমা ছিল। আমার বাবা নিজে করেননি। তিনি তাঁর বাবার কাছ থেকে পেয়েছিলেন।

সম্পত্তির সঙ্গে এখানা মেজাজও তাঁকে পূর্বপূরুষেরা দিয়ে গিয়েছিল তাঁর তেজ বিশেষ ছিল না, তবে ঝাঁজটা ছিল খুব কড়া রকমের।”

ওঙ্কার 

আহমদ ছফা

Download or Read Online

Leave a Reply