অপেক্ষা(Opekkha) হুমায়ূন আহমেদ(Humayun Ahmed) রচিত জয়প্রিয় উপন্যাস।এখান থেকে পিডিএফ(PDF) আকারে পড়া ও ডাউনলোড করা যাবে।
মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে।
জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি -মহিউদ্দিন আহমদ
এই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ। কিংবা সকলেই কিসের অপেক্ষা?
একটা পরিবার, একজন মানুষের নিখোঁজ হয়ে যাওয়া আর তারপর অনাদিকাল থেকে অপেক্ষায়, একজন স্ত্রীর তার স্বামীর ফিরে আসার অপেক্ষায় সন্তানদের প্রতি অনীহা, সন্তানদের বাবা ফিরে আসলে আবার মাকে আর শৈশবের দিনগুলো ফিরে পাওয়ার যে অপেক্ষাতা বোধহয় বেঁচে থাকার টনিক।
বাংলার ইতিহাস (মুসলিম বিজয় থেকে সিপাহী বিপ্লব পর্যন্ত) -আবদুল করিম
অপেক্ষা আছে বলেই বোধহয় জীবনের কোনো না কোনো বাঁকে আমরা আশা বেঁধে রাখি ঠিক যেন এখনো জাদুর কাঠি দিয়ে সব কিছু ভোলবাজির পাল্টে যাবে কিন্তু পাওয়ার আনন্দ বেশি না তাকে না পেয়ে চিরন্তন আশা বেঁধে থাকা এ এক বড় শক্ত প্রশ্ন চিহ্ন জীবনের?