‘শিকওয়া’ (অভিযোগ) ও ‘জাওয়াব-ই-শিকওয়া’ (অভিযোগের জবাব) হলো উর্দু কবি ইকবালের লেখা কিছু উর্দু কবিতা, যেগুলো পরবর্তীতে তার বই “কুল্লিয়াতে ইকবাল”-এ প্রকাশিত হয়।
কবিতাগুলো গীতময়তা, রাজনৈতিক সৌন্দর্য ও চিন্তার গভীরতার জন্য বিখ্যাত।
ইকবাল তার অধিকাংশ কবিতা ফারসি ভাষায় লিখলেও, উর্দু কবি হিশেবেও তিনি বেশ উঁচুমানের।
দুর্গম দুর্গ (মাসুদ রানা) -কাজী আনোয়ার হোসেন
১৯০৯ সালে প্রকাশিত ‘শিকওয়া’ এবং ১৯১৩ সালে প্রকাশিত ‘জাওয়াব-ই-শিকওয়া’ -তে তিনি ইসলামের উত্তরাধিকার ও সভ্যতায় এর ভূমিকা নিয়ে উচ্চ প্রশংসা করেন, একই সাথে বর্তমানে সব জায়গায় মুকমসলমানদের দূর্ভাগ্য ও চৌকসভাবে আধুনিক মুসলিমদের নানান সঙ্কটগুলোকে তুলে আনেন।
‘শিকওয়া’-তে তিনি মুসলিমদের কেন এভাবে অধপতিত হতে দিলেন, তা নিয়ে স্রষ্টার কাছে অভিযোগ করেন, এবং ‘জাওয়াব-ই-শিকওয়া’ তিনি তাতে স্রষ্টার উত্তরের মত করে লিখেন।
স্যার মুহাম্মদ ইকবাল, আল্লামা ইকবাল নামে ব্যাপক পরিচিত, ছিলেন বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ,শিক্ষবিদ ও ব্যারিস্টার ছিলেন।
তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।
তাকে পাকিস্তানের আধ্যাতিক জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয় ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন।