দ্য ভার্জিন অভ দ্য সান(The virgin of the sun) হেনরি রাইডার হ্যাগার্ড(Henry Rider Haggard) এর লেখা সায়েম সোলায়মান কর্তৃক অনুদিত উপন্যাস।
স্যার হেনরি রাইডার হ্যাগার্ড ২২ জুন ১৮৫৬ সালে ইংল্যান্ডের নরফোক-এর ব্র্যাডেনহ্যামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আইনজীবী।
দ্য গড অব স্মল থিংস -অরুন্ধতী রায়
দশ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। উনিশ বছর বয়সে উপ-রাজ্যপালের অফিসে চাকুরি নিয়ে চলে যান। তিনি ছিলেন একজন সরকারি অফিসার, সংস্কারক, কৃষি বিশারদ এবং সুপরিচিত গল্প লেখক।
তাঁর রচিত চৌত্ৰিশটি অভিযান ভিত্তিক উপন্যাসের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল, কিং সলোমন’স মাইনস, SHE এবং অ্যালান কোয়ার্টারমেইন। ১৮৮২ সালে ইংল্যান্ডে ফিরে এসে আইন নিয়ে পড়াশুনা করেন।
এই সময় শুরু হয় তার সাহিত্য রচনার জীবন। তাঁর লেখা বহু গল্পের বিষয়বস্তুর উৎস ছিল আফ্রিকাতে অর্জন করা অভিজ্ঞতা। সাহিত্যচর্চা ছাড়াও কৃষি ও ভূমি ব্যবহারের ওপর তাঁর প্রগাঢ় জ্ঞান ছিল। এই কাজের উপদেষ্টা হিসাবে তাকে পৃথিবীর নানা জায়গায় যেতে হয়েছে।
১৪ মে ১৯২৫ সালে হেনরি রাইডার হ্যাগার্ড ৬৮ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডন শহরে মৃত্যুবরণ করেন। অনুবাদক : চুনিলাল মুখোপাধ্যায় অন্য ভাষায় রচিত গল্প ও উপন্যাসকে অত্যন্ত সরল ভাষায় বাংলাতে নিয়ে আসেন।
শুধু বিষয়বস্তু নয়, গল্পের আবেগ, মাধুৰ্য্য ও হাস্যরহস্যটি পর্যন্ত অবিকৃতভাবে পাঠকের কাছে পেঁৗছে দিতে পারেন। তিনি।
অনুবাদ ছাড়াও তার মৌলিক রচনা বিভিন্ন সাময়িক পত্রিকা ও সংবাদপত্রে প্রকাশিত হয়ে থাকে। ইংরেজি সাহিত্য, আইন ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। বাস করেন কলকাতায়।
দ্য ভার্জিন অভ দ্য সান -হেনরি রাইডার হ্যাগার্ড