ওয়ারলক প্রাচীন মিশর আর ফারাওদের উপর উইলবার স্মিথ এর অমর সৃষ্টি “রিভার গড”-এর সিক্যুয়াল। এ কাহিনি’র শুরু রিভার গডের পর থেকে ।
কাহিনীর অন্যতম প্রধান চরিত্র টাইটা । প্রথম জীবনে ক্রীতদাস থাকলেও নিজ মেধা আর যোগ্যতায় স্থাপত্য, যাদুবিদ্যা, যুদ্ধবিদ্যা আর চিকিৎসা শাস্ত্রে মহাপন্ডিত হয়ে ওঠে সে ।
গণহত্যা -অ্যান্থনি মাসকারেনহাস
ফারাও ট্যামোস তার গুণমুগ্ধতায় এবং আনুগত্যে তাকে দাসত্ব থেকে মুক্তি দেন (রিভার গড দ্রষ্টব্য) । প্রিয়তমা রানী লস্ট্রিসের মৃত্যুর পর টাইটা উত্তর আফ্রিকার মরুভূমিতে চলে যায় এবং গুপ্ত জ্ঞ্যানের চর্চায় নিমজ্জিত হয় ।
দিনের পর দিন তপস্যা তাকে দেয় আধ্যাত্মিক শক্তি । পরিণত করে একজন ওয়ারলক-এ । টাইটা হয়ে ওঠে গোটা মিশরের সবচেয়ে সম্মানিত ব্যক্তি । মিশরের ফারাও তখন ট্যামোস । ফারাও এর প্রধান শত্রু হিকসস গোত্র ।
নিম্নরাজ্যে শক্তিশালী হয়ে উঠেছে হিকসসরা । তাদের দমন করতে সেনাবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করেন ফারাও । লর্ড নাজা তার অন্যতম প্রিয় বন্ধু ও প্রধান উপদেষ্টা । রাজ্যক্ষমতার লোভে লর্ড নাজা গোপনে হাত মিলায় হিকসসদের সাথে ।
যুদ্ধক্ষেত্রে ফারাও ট্যামোসকে লর্ড নাজা নিজের হাতে খুন করে এবং ছড়িয়ে দেয় – ফারাও খুন হয়েছেন হিকসসদের হাতে । পূর্ব পরিকল্পনা মত সেনাবাহীনি নিয়ে ¬রাজধানীতে ফেরত আসে নাজা । ফারাও এর একমাত্র ছেলে নেফার সেটি’র বয়স মাত্র চোদ্দ বছর ।
লেখক পরিচিতি
উইলবার স্মিথ, পুরো নাম উইলবার এডিসন স্মিথ। জন্ম দক্ষিণ আফ্রিকার উত্তর রোডেশিয়া, বর্তমান জাম্বিয়ার ব্রোকেন হিলে, ৯ জানুয়ারি, ১৯৩৩ ।
তিনি দক্ষিণ আফ্রিকার সমাজ ব্যবস্থা নিয়ে সাংবাদিকতার ইচ্ছা লালন করলেও প্রথম জীবনে একজন চার্টাড একাউন্টটেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে তাঁর “হােয়েন দ্য ফিডস’ উপন্যাস প্রকাশের পর তিনি পুরোপুরিভাবে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।
মূলত তিনি দক্ষিণ আফ্রিকা অঞ্চলের তিন শতকের ঘটনাবলীর ঐতিহাসিক উপন্যাস রচনার জন্য বিখ্যাত। পৃথিবীজুড়ে একাধিক অভিযানের গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে তিনি পয়ত্রিশটি উপন্যাস রচনা করেন। তাঁর পুস্তকসমূহ ছাব্বিশটি ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। বইটির অনুবাদ প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী । অনুবাদ করেছেন শাহজাহান মানিক ।